মালদা

মাটি বোঝায় ট্রাক্টর আটক করে বিক্ষোভ, পুরাতন মালদার সারদা রেল কলোনি এলাকায়

বৃহস্পতিবার মাটি বোঝায় ট্রাক্টর আটক করে বিক্ষোভ দেখাল পুরাতন মালদা সারদা রেল কলোনির বেশ কিছু মহিলা। জানা যায়, অবৈধভবে রেল লাইনের ধার থেকে মাটি বোঝায় ট্রাক্টর গুলি ঐ কাঁচা রাস্তার উপর দিয়ে যায়। ফলে সেখানে রাস্তা নষ্ট হয়ে যাচ্ছে, দুর্ঘটনা ঘটছে, পাশাপাশি স্থানীয়দের বসবাস করা অযোগ্য উঠছে। এই কারণে এদিন ঐ রাস্তায় বাঁশের ব্যারিকেড দিয়ে ট্রাক্টর বন্ধ করে দেয় মহিলারা। অভিযোগ, বর্ষা নামতেই তাদের এই কাঁচা রাস্তার অবস্থা বেহাল হয়ে যায়। এবিষয়ে স্থানীয় কাউন্সিলারের কাছে বার বার জানানো সত্ত্বেও কোনো সমাধান হয়নি। এলাকাবাসীদের দাবী, ট্রাক্টর চলাচল বন্ধ করার পাশাপাশি কাঁচা রাস্তার বদলে পাকা রাস্তা তৈরি করা হোক। অন্যদিকে এ বিষয়ে ট্রাকটর মালিকরা মুখ খুলতে নারাজ। 

এবিষয়ে স্থানীয় বাসিন্দা জয়ন্তী সোরেন ও গীতা বর্মন অভিযোগ করে বলেন, তারা রেলের ধার থেকে মাটি নিয়ে এই কাঁচা সড়কের উপর দিয়ে গাড়ি নিয়ে যায়। ফলে দিনের পর দিন এই রাস্তার অবস্থা বেহাল হয়ে যাচ্ছে। যাতায়াতে সমস্যায় পড়তে হয় তাদের। এবিষয়ে তারা স্থানীয় কাউন্সিলারকে জানানো হলেও কোনো সুরাহা হয়নি বলে অভিযোগ। তাদের দাবী এই রাস্তার উপর দিয়ে যেন গাড়ি না চালানো হয় এবং রাস্তাটি পাকা করার দাবী তোলেন তারা।